জয়পাশা সৈয়দ ফজলুল হক একাডেমী

ডাকঘর: জয়পাশা , উপজেলা: বোয়ালমারী, জেলা: ফরিদপুর।

স্থাপিতঃ ১৯৫৮ খ্রিঃ, বিদ্যালয় কোডঃ ৫১২৮, EIIN-108663

বিদ্যালয়টি এলাকার স্বনামধন্য সৈয়দ পরিবারের নিজস্ব জমির উপর স্থাপিত হয় । বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম আরম্ভ হয় ১৯৫৮ সালের ১ জানুয়ারী থেকে। সৈয়দ পরিবারের তিন সন্তান ১। জনাব সৈয়দ আবুল কালাম ২। জনাব  সৈয়দ আব্দুর রহমান বাশার ৩। জনাব সৈয়দ আব্দুর রুউফ সিদ্দিকী বিদ্যালয়ের নামে ২৫১ শতাংশ জমি দান করেন। তাঁদের ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের সহযোগিতার ফলে আজ এই শিক্ষা প্রতিষ্ঠানটি এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে আপন মহিমায়।  যদি এই এলাকার মহতী ব্যক্তিরা এই প্রতিষ্ঠানটি না করতো তাহলে হয়তো আজও এলাকাটিতে শিক্ষিত,বিভিন্ন পেশার চাকুরীজীবি ও গুনীমানুষ সৃষ্টি হতো না। তাই প্রতিষ্ঠাদের শ্রদ্ধার সহিত স্মরন করি এবং এলাকার আরও যারা এই প্রতিষ্ঠান সৃষ্টিতে অবদান রেখেছে তাদের প্রতিও রইল প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমার গভীর শ্রদ্ধা। 

   Developed By: dinbodol.com. Contact us: [ E-mail: habibullah.sir@gmail.com. Mobile: 01729411121.]